Love With Mafia King

(6)
  • 35.9k
  • 2
  • 15.5k

অন্ধকার ঘরের মধ্যে ও বসেছিল পায়ের উপর পা তুলে ওর হাতের মধ্যে ছিল একটা ধারালো অস্ত্র।ষ, ওর সামনে একটা লোক হাঁটু গেড়ে বসেছিল ওর হাত পা মুখ সব বাদা ছিল, আর ওই হাত পা মুখ বাঁধা লোকে পিছনে অনেক গুণী লোক ছিল যারা মাথা থেকে পা অব্দি কালোজামাই ঢাকা, ওদের মুখও দেখা যাচ্ছে না। পায়ের উপর পা তুলে থাকা লোকটা ওদের কিছু ইশারা করল । ওই লোকটার ইশারা বুঝে একটা লোক সামনে এসে ওর চোখ আর মুখটা খুলল , ওই হাটু গেড়ে বসে থাকার লোকটা মুখটা খুলতেই লোকটা ছটফট করছে আর বলছে," " আমাকে এখানে কেন এনেছ? আমি কি ক্ষতি করেছি আপনার ? আর আপনি কে কেন আমাকে এনেছ ? ওই হাত-পা বেঁধে থাকা লোকটা আর কিছু বলবে। ওর আগেই ওর সামনে থাকা লোকটা গলা পেলো," কি ক্ষতি করেছ !!!

1

Love With Mafia King - 1

Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet Delet D ...Read More

2

Love With Mafia King - 2

(মালিনী )ওই সামনে বডিবিল্ডার টাইপের লোকটাকে বলতে শুরু করল ," "আপনার কি কোনো আপন পর জ্ঞান নেই আমার যদি কিছু হয়ে যেত ? বা আমার যদি কোমরটা ভেঙ্গে যেত ? আপনাকে কে ঐরকম করে হাত ছাড়তে বলেছে? বায়ু কিছু বলছে না ওর দিকে এক নজরে তাকিয়ে আছে। বায়ু তো পুরো অবাক দ্যা গ্রেট বিজনেসম্যান বায়ু রাইজাদা আর বায়ু রাইজাদা সঙ্গে কেউ এরকম করে কথা বলতে পারে ? এত বড় সাহস । বায়ুর মুখের মধ্যে কোন এক্সপ্রেশন নেই ওর মধ্যে কোন ইমোশনই নেই এরকম টাইপের মনে হচ্ছে মালিনীর বায়ুর বিসএ , মালিনী ভাবল," " যে মনে হচ্ছে ...Read More

3

Love With Mafia King - 3

মালিনী বেলা ১১ টায় ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে স্নান সেরে বাইরে বার হয়েছে ঘোরাফেরা করার জন্য ও ও রাস্তার মধ্যে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। মালিনী ওই," বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে লেগে গেল ওর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে খুবই ভালো লাগে। খেলাধুলা করতে করতে কখন একটা বেজে গেছে ওর খেয়ালই নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ফের বাইরে ঘুরতে বার হয়ে গেল। মালিনী ওর বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল, ওর খেলাধুলা করতে খুবই ভালো লাগে ও এখন সাইকেল রেস করছে ওর ছোট ছোট বন্ধুদের সঙ্গে। বায়ু এখন নিজের চিন্তা ভাবনায় ছিল হঠাৎ করে ওর রুমের মধ্যে একটা গার্ড এল ...Read More

4

Love With Mafia King - 4

বায়ু নিজের পকেটে হাত দিয়ে একপা একপা করে মালিনীর দিকে এগোচ্ছে।মালিনী ভয় পেয়ে বলল,"এই যে কোশ্চেনটা কি দূরে থাকুন দিয়ে কাছে আসবে না একদম আমার,,,,,মালিনীকে এরকম ভয় পেতে দেখে বায়ুর মুখে একটা স্মাইল চলে এলো।বায়ু এবার মালিনীর একদম কাছাকাছি চলে গেল।মালিনী এবার ভয়ের থরথর করে কাঁপছে,"দেখুন ভুল হয়ে গেছে সরি আমাকে যেতে দাও আমি আর আপনার সামনে আসব না!!!এবারে‌ বায়ু ওর একদম কাছাকাছি চলে গেল, তারপরে মালিনীকে অবাক করে দিয়ে বাই মালিনির মাথায় হাত বুলাতে লাগলো।আর বলল,"উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড ?মালিনী বলল,"না না আপনি পাগল হয়ে গেছো, আমি হবো না তোমার প্রেমিকা ছাড়ো আমাকে আমি ঘরে যাব।বায়ু এবার ...Read More