তুমি রবে নীরবে

(1)
  • 30.3k
  • 0
  • 11k

কলকাতার মতন এক জন বহুল শহরে দুটো মানুষের ভালোবাসা সেটা অসম্ভব কিছু না । কিন্তু সেটা টিকিয়ে রাখাই যে দায় বহুল হয়ে পরে ।⚡⚡ ?????????????? আমাদের গল্পের নায়ক অনুরাগ বসাক একজন নামকরা বিসনেস ম্যান । কিন্তু ভদ্রতা বলে তার মধ্যে কোনো জিনিস নেই ।ওই মানুষকে মানুষ বলে মানে না। আর আমাদের গল্পের নায়িকা ইশানি সেনগুপ্ত ।আবার তার ঠিক উল্টো লোককে সাহায্য করতে পছন্দ করে । দুজনই বিপরীত প্রকৃতির মানুষ তারা কি পারবে একে অপরকে ভালোবাসতে !!!

1

তুমি রবে নীরবে - 1

কলকাতার মতন এক জন বহুল শহরে দুটো মানুষের ভালোবাসা সেটা অসম্ভব কিছু না । কিন্তু সেটা টিকিয়ে রাখাই যে বহুল হয়ে পরে ।আমাদের গল্পের নায়ক অনুরাগ বসাক একজন নামকরা বিসনেস ম্যান । কিন্তু ভদ্রতা বলে তার মধ্যে কোনো জিনিস নেই ।ওই মানুষকে মানুষ বলে মানে না।আর আমাদের গল্পের নায়িকা ইশানি সেনগুপ্ত ।আবার তার ঠিক উল্টো লোককে সাহায্য করতে পছন্দ করে ।দুজনই বিপরীত প্রকৃতির মানুষ তারা কি পারবে একে অপরকে ভালোবাসতে !!!ঈশানি আজ সকলে তারাতারি উঠে রেডি হয়ে নেয় একজন বাচ্চাকে গান শেখাতে যাবে বলে ।সে একটা ফ্ল্যাটে একাই থাকে ।বাবা থাকে তার দেশের বাড়ি ।বলতে গেলে কাজের সূত্রেই তার ...Read More

2

তুমি রবে নীরবে - 2

শীতের সকালের পরিবেশ এতটাই সুন্দর হয় যে বলার মতোন নয় ।হালকা কুয়াশা ভেদ করে যখন সূর্যের আগমনি ঘটতে দেখা সেটা অত্যন্তই সুন্দর।লাল আভায় ভরে ওঠে চারিদিক ।আর ধীরে ধীরে যখন রোদ্দুর উঠে তার প্রথম কিরণ পৃথিবীর বুকে এসে পরে জেগে ওঠে সমস্ত পাখিদের দল এবং গাছে ফুটতে থাকে হরেক রকম ফুল ।বসাক ম্যানশান....অনুরাগ অনেক রাত অবধি অফিসের কাজ করে সকালের দিকে ঘুমাতে গেছে ।এক কথায় বলতে গেলে একেবারে কাজ পাগল ছেলে তার উপর বদমেজাজি ।তো বেশ ঘুমাচ্ছিল হঠাৎ গানের আওয়াজ পেয়ে বিরক্ত সহকারে উঠে বসে ।আর প্রচন্ড পরিমানে রেগে গিয়ে চিল্লিয়ে ওঠে ।অনুরাগঃ "মম মম এই গানটা বন্ধ করো ...Read More