বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম

(4)
  • 37.7k
  • 2
  • 15.1k

মাহি "খুবই নিষ্পাপ মেয়ে ছিলো কিন্তু একদিন হঠাৎ ওর জীবনে আসে "নিখিল" যে ওর জীবন বদলে দেয়।নিখিল যার নাম শুনে পুরো এশিয়া কাপে। নিখিল খুবই ডেঞ্জারাস মাফিয়া ছিলো এক পক্ষে বলা যায় তো নিখিল কাউকে মারার আগে একবারও ভাবেনা। ও মানুষদেরকে অপছন্দ করে। ও নিজেরই একটা আন্ডারওয়ার্ল্ড ছিল যে খানকার ও রাজা ছিলো। সবাই ওর সামনেও আসতে ভয় পায়। আজ অব্দি ওকে কেউ দেখেনি কিন্তু ওর নামই যথেষ্ট ছিলো সবাইকে ভয় দেখানোর জন্য। আর মেয়েদের থেকে তো ওর আলাদাই শত্রুতা ছিল ।ও কোনো মেয়েকে পছন্দ করেনা আজ অব্দি যে মেয়ে ওকে স্পর্শ করার চেষ্টা করছে ও তাদেরকে পৃথিবী থেকে অদৃশ্য করিয়ে দিয়েছে।অন্যদিকে নিষ্পাপ চঞ্চল মাহি, যে অনাথ ছিল পরিবার বলতে ওর কেউ ছিলনা, ওর বন্ধু বান্ধবী ও ছিল না। ইন্ট্রোওয়ার্ড হওয়ার কারণে ও কারো সাথে কথা বলত না। যার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত সবার মধ্যে ও একটা হাসির পাত্রী ছিলো। কিন্তু তবুও ও নিজের ভাগ্যকে স্বীকার করে নিজের জীবন যাপন করছে।

1

বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম - 1

মাহি খুবই নিষ্পাপ মেয়ে ছিলো কিন্তু একদিন হঠাৎ ওর জীবনে আসে নিখিল যে ওর জীবন বদলে যার নাম শুনে পুরো এশিয়া কাপে। নিখিল খুবই ডেঞ্জারাস মাফিয়া ছিলো এক পক্ষে বলা যায় তো নিখিল কাউকে মারার আগে একবারও ভাবেনা। ও মানুষদেরকে অপছন্দ করে। ও নিজেরই একটা আন্ডারওয়ার্ল্ড ছিল যে খানকার ও রাজা ছিলো। সবাই ওর সামনেও আসতে ভয় পায়। আজ অব্দি ওকে কেউ দেখেনি কিন্তু ওর নামই যথেষ্ট ছিলো সবাইকে ভয় দেখানোর জন্য। আর মেয়েদের থেকে তো ওর আলাদাই শত্রুতা ছিল ।ও কোনো মেয়েকে পছন্দ করেনা আজ অব্দি যে মেয়ে ওকে . ...Read More

2

বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম - 2

একটা বছর উনিশের মেয়ে যে এক হাতে ছাতা আর অন্য হাতে একটা ব্যাগ নিয়ে মল থেকে বার হলো। মেয়েটা আকাশের দিকে তাকালো আর নিজের মনে মনে বলল"আই থিংক আজ আর বৃষ্টি থামবে না বাট আমি কার নিয়ে এসেছি" এই বলে মেয়েটা স্মাইল করল আর পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির কাছে গেলো আর গাড়ি নিয়ে রওনা দিলো বাড়ির জন্য। এদিকে বৃষ্টি এত জোরে হচ্ছে যে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে ।এবারে মেয়েটা রাগের সাথে গাড়ির স্পিড বাড়িয়ে বলল"বিরক্তিকর একটু আসতে তো বৃষ্টিটা হোক। আমি যখন বাড়ি পৌঁছে যাবো তখন যত খুশি জোরে বৃষ্টি হোগ ।তখন আমি কিছু বলবো না ।বাট এখন ...Read More

3

বিষাক্ত প্রেমিকের বিষাক্ত প্রেম - 3

মাহি ভয়ে ভয়ে পিছনে তাকালো সাথেই ওর পিছনে বড় শরীর দেখা যেতে লাগলো। সাথে সাথে খুবই জোরে বিদ্যুৎ চমকে আর মুখ দেখা গেলো।এটা ভীষণ আকর্ষণীয় একজন পুরুষ ছিলো।পরক্ষণে ওই পুরুষটা ওর হাত ধরে চেপে ওর হাতটাকে ঘুরিয়ে ওর পিছনে করে দিলো আর ওর চুলের মুঠি ধরে রাগের সাথে বলল"কে তুই আর এখানে কিভাবে এলি? কেউ আটকালো না কেনো তোকে!"মাহি ও রেগে গেলো আর ও নিজের হাতটাকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু কিছুতেই পারলো না। নিজের হাত ছাড়াতে।হাত না ছাড়াতে পেরে ওর আরো রাগ হলো আর ও সাথে সাথেই এক পা বাড়িয়ে জোরে লাথি মেরে দিলো ওই আকর্ষণীয় পুরস্কার পায়ে।"সাথে সাথে ...Read More