স্বামীর অধিকার

(15)
  • 110.2k
  • 4
  • 47.2k

সোনা আমাকে এতটা মজা দেওয়ার জন্য আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নিবো, শার্ট পড়তে পড়তে বললাম রিমিকে। রিমি এলোমেলো হয়ে শুয়ে আছে আর শুয়ে শুয়ে কাঁদছে। না পারছে চিৎকার করতে আর না পারলো নিজেকে রক্ষা করতে, রিমি আমার বিয়ে করা বউ বাঁসর রাতে তার চোখের জল আর স্বজন হারানো কষ্ট দেখে সে রাতে আমি রিমিকে স্পর্শও করিনি। কিন্তু কালরাতে তাকে আর ছাড়িনি রিমি আয়ানার সামনে বসে বসে চুল আঁছরাচ্ছিল, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরি রিমিকে জড়িয়ে ধরতে সে আমাকে অনেক কথা বললো অনেক কথা শোনালো আমাকে। রিমি বলল - বিয়ে করেছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন, আমি আপনার হাতের খেলনা নাকি যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচবো শোনেন এসব ভালোবাসা আমাকে একদম দেখাতে আসবেন না এসবকে আমি ঘৃণা করি।

Full Novel

1

স্বামীর অধিকার - 1

সোনা আমাকে এতটা মজা দেওয়ার জন্য আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নিবো,শার্ট পড়তে পড়তে বললাম রিমিকে।রিমি এলোমেলো হয়ে আছে আর শুয়ে শুয়ে কাঁদছে।না পারছে চিৎকার করতে আর না পারলো নিজেকে রক্ষা করতে,রিমি আমার বিয়ে করা বউবাঁসর রাতে তার চোখের জল আর স্বজন হারানো কষ্ট দেখে সে রাতে আমি রিমিকে স্পর্শও করিনি।কিন্তু কালরাতে তাকে আর ছাড়িনিরিমি আয়ানার সামনে বসে বসে চুল আঁছরাচ্ছিল,আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরিরিমিকে জড়িয়ে ধরতে সে আমাকে অনেক কথা বললো অনেক কথা শোনালো আমাকে।রিমি বলল - বিয়ে করেছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন,আমি আপনার হাতের খেলনা নাকি যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচবোশোনেন ...Read More

2

স্বামীর অধিকার - 2

রিমি - কি হলো রিমি রিমি করা ছাড়া কি আপনার আর কোন কাজ নেই।আমি - এটা কি দিলে!চা নাকি শরবত?রিমি - মানে........আমি - চায়ে চিনির বদলে লবণ কেনরিমি দাঁত কেলিয়ে ইসসসসসস.....আমি - যাও আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো!রিমি - পারবনা।আমি - কি আমার মুখের উপর কথা আজ তোমাকে আমি........রিমি - হুমমমমম কি করবেন আমাকে বলুন।আমি - কত ভাবিকে দেখলাম স্বামীর জন্য যখন চা বানায় তখন আগে সে খেয়ে দেখে চা'টা তার মনের মত হলো কিনা আর তুমি..........রিমি - আমি তেমন মেয়ে নয় তেমন বউও নয়আর আপনিও আমার সেরকম বর নয়হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেলোযা দিয়েছি তাই ...Read More

3

স্বামীর অধিকার - 3

আমি পিছন ফিরে তাকিয়ে দেখি রিমির হাতে লাঠি! শেষ পর্যন্ত বউয়ের হাতে লাঠির মার খেতে হবে? না না সমাজ মেনে নিবেনা।আমি - আচ্ছা জানু তোমার সাদা শাড়ি পড়তে কেমন লাগে? রিমি - বাজে একদম বাজে।আমি - তাহলে হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো!রিমি - ওহহহ হ্যাঁ তাইতো আমি ভুলে গেছিকি করতে হবে বলুন?আমি - এতোদূরে থাকলে কিভাবে কি বলবো? কাছে আসো! রিমি কাছে আসলো।আমি - দেখতো সোনা লবণটা ঠিকমত হলো কিনা?রিমি - হুমমমমম এক্কেবারে মনের মত।আমি - এই এই পাগলী তোমার নাকে কালি আসলো কোথেকে?রিমি - কই নাতো আমিতো মুখে হাত-ই লাগাইনি! কি বলছেন আপনি এসব।আমি - দেখ ...Read More

4

স্বামীর অধিকার - 4

এই গল্পটির আরো 2 টি পর্ব আসতে চলেছে। এখানেই শেষ নয়। There are 2 more episodes to come in story. It does not end here. ...Read More

5

স্বামীর অধিকার - 5

রিমি চোখ দুটো খুব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলো!আমি - কি হলো মা'কে ডাকো কেন আমাকে জান ডাকো, তাহলে তোমাকে সাহায্য করবো।রিমি - দরকার নেই আপনার মত মানুষের সাহায্য! মেয়েটা খুব-ই জেদী এভাবে আর যাই করি মনে জায়গা করে নিতে পারবনাতাই আমাকে একটু যত্নশীল হতে হবে। ভালোবেসে তার মনে জায়গা করে নিতে হবে।আমি - উফফফ মেয়েদের এত জেদ থাকা ভালো নয়চলুন আপনাকে ঘরে নিয়ে যাই।রিমি - আমাকে একদম স্পর্শ করবেন নাআমি নিজে যেতে পারবো!আমি - ঠিক আছে তাহলে আমি যাচ্ছিবলে উঠে দাঁড়ালাম, আমার মত রিমিও দেখি উঠার জন্য চেষ্টা করছে কিন্তু তা কি সম্ভব?না পারলনা রিমি নিজেকে ...Read More

6

স্বামীর অধিকার - 6

রিমি চুপ করে রইলো, তুমি বসো আমি খাবার আনছি। প্লেট দিলাম ভাত দিলামএবার নাও খাও! রিমি খেয়ে পানি পানি - দিচ্ছি দিচ্ছি দাঁড়ান! এই নাও পানি খাও।রিমি - দূরররর এটা কোন রান্না হলো এক্কেবারে বাজে।আমি - এই শোন এটা কোন বাবুর্চির রান্না নয় একজন স্বামীর রান্না তাই চুপচাপ খেয়ে নাও,রিমি - তাই বলে এত ঝাল আপনি জানেন না আমি ঝাল খেতে পারিনা।আমি - কিভাবে জানবো তুমি নিজেইতো ঠিকমত রান্না জানোনা।রিমি - আপনি কি এতদিন না খেয়ে ছিলেন?আমি - আমি একদম নয় তবে পেট ভরে খেতে পারিনি।রিমি - হয়েছে হয়েছে আর বলতে হবেনা যে যেমন সে সবাইকে তেমন-ই মনে করে।আমি ...Read More