দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট

(8)
  • 155.5k
  • 4
  • 63.9k

অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদমই ভালো ছিলো না | অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালবাসত | বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়ত | ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত তখন ওর প্রথম লেখা ছোটগল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল | তারপর অভিরূপ যখন কলেজে পড়ত তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল | অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিলো | ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো | আর ... এই ভাবেই অভিরুপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো | এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক | ওর লেখা গল্প পড়ার জন্য জনতা অধীর আগ্রহে বসে থাকে | সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ারের সংখ্যাও বেশ ভালো | অভিরূপের আসন্ন একটি গল্প ২৫ ডিসেম্বর এ প্রকাশিত হবে | ওর হাতে মাত্র দু মাস সময় | কিন্তু এখনো পর্যন্ত গল্প সম্পর্কিত কোন ধারণানাই ওর মাথায় আসছে না | এইরকম ঘটনা ওর সাথে আগে কখনো ঘটেনি | তাই অভিরূপ একটু মানসিক অস্থিরতায় ভুগছে | অভিরূপ অনেকবার লেখার চেস্টা করেছে কিন্তু পারেনি | তাই বাধ্য হয়েই অভিরূপ ম্যাগাজিনের সম্পাদক কে ফোন করলো |

Full Novel

1

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 1

অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদমই ভালো ছিলো না | অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালবাসত | বাড়ি থেকে স্কুলে নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়ত | ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত তখন ওর প্রথম লেখা ছোটগল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল | তারপর অভিরূপ যখন কলেজে পড়ত তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল | অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিলো | ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো | আর ... এই ভাবেই অভিরুপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো | এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক | ওর লেখা ...Read More

2

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 2

অভিরূপ হোটেলের একটা নিরিবিলি ও ঠান্ডা জায়গায় গিয়ে বসলো | তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট করে ধরালো | সিগারেট খেতে খেতে অভিরুপ দেখলো দুরের একটি গাছ তলায় একজন সাধু বসে আছে | সাধুটা একভাবে অভিরুপের দিকেই তাকিয়ে আছে | প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে তাই হয়তো তাকে দেখছে | কিন্তু না সাধুটার অনেকক্ষণ ধরে এই একভাবে তাকিয়ে থাকা এবার অভিরূপের একেবারেই ভালো লাগছে না | মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তি সৃষ্টি হচ্ছে | অভিরূপ আর থাকতে পারলো না এবং এগিয়ে গিয়ে অভিরূপ সাধুটাকে একটু ধমক দিয়েই বলল , কি ...Read More

3

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 3

অফিসের সমস্ত কাজ শেষ করে যখন অতিশ হাজরা অফিস টাকে বন্ধ করার জন্য কী-ডেস্ক থেকে চাবিটা আনতে গেল তখন টেবিলে রাখা একটা সাদা খামে মোড়া চিঠি দেখতে পেলো | অতিশ হাজরা চিঠিটা হাতে নিয়ে দেখলো | খামের উপরে অতিশ হাজরা নাম লেখা আছে | অতিশ হাজরা মনে মনে বললো , আমার জন্য চিঠি ! ....... কে পাঠিয়েছে ? চিঠিটার প্রথম ভাজ খুলতেই তাতে বড় বড় অক্ষরে লেখা আছে সাবধান .......... চিঠিটা পড়বেন না | অতিশ হাজরা প্রথমে মনে করলো হয়তো তাকে কেউ ভয় পাওয়ানোর চেষ্টা করছে | অতিশ হাজরা সাবধানতা বাণী উপেক্ষা করে চিঠিটা দ্বিতীয় ভাজটা খুলে ফেলল | ...Read More

4

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 4

বিশ্রাম নিতে নিতে কখন যে অভিরুপের চোখে ঘুম এসে গিয়েছিল অভিরূপের মনে নেই | প্রায় রাত ন টার সময় যখন ঘুম ভাঙলো | অভিরূপ বাইরের আকাশের দিকে তাকালো আকাশে বেশ কালো মেঘ জমাট বেঁধেছে | মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি হবে | অভিরূপ ঘরের সমস্ত জানলা বন্ধ দিল | রাত্রিরের খাবার খেয়ে অভিরূপ ল্যাপটপ চালিয়ে লেখালেখি শুরু করল | লিখতে লিখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল | বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে | লেখার কিছুটা অংশ স্যাম্পল হিসাবে অতিশ হাজরা কে ইমেইল করে পাঠিয়ে দিল | তারপর ল্যাপটপ বন্ধ করে অভিরূপ শুয়ে পড়ল | পরের দিন সকালবেলায় নিউজ ...Read More

5

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 5

রুমাল দিয়ে ঘাম পুঁছতে-পুঁছতে নিতিন বললো , ওই গেস্ট হাউস ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান | গেস্ট হাউসটা কোনো সাধারণ মানুষের থাকার জন্য একেবারে উপযুক্ত নয় | ওটা একটা শয়তানের ঘর | এর আগে ওই বাড়িতে আপনার মতো যারা থাকতে এসেছিলো তাদের খোঁজ কোনো দিনও কেউ পায়নি | অভিরূপ নিতিনের কথা শুনে একটু হেসে ফেলল | তারপর বললো তুমি এইসব কি বলছ ? শয়তানের ঘর ........ ওই বাড়িতে যারা থাকতে আসে তাদের খোঁজ কোনো দিনও পাওয়া যায় না .... | নিতিন বললো , না স্যার .... বিশ্বাস করুন , এটা কোনো মিথ্যা কথা নয় | পৃথিবীতে ...Read More

6

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 6

যদি কেউ কোনোভাবে ওই বাড়ির সঙ্গে যুক্ত হয় অথবা যদি কেউ ওই বাড়িতে থাকতে আসে তাহলে সে সাত দিনের মারা যাবে। সাধুটা র কথামতো এই গ্রামের জমিদার সেই বইটা ও চিঠিটা কে পুড়িয়ে দেন | ওই গেস্ট হাউস টাকে চিরকালের জন্য বন্ধ করে দেন | ওই গেস্ট হাউস এ যাবার রাস্তাও বন্ধ করে দেন এবং সমস্ত গ্রাম বাসীকে ওই গেস্ট হাউস এর আশেপাশে যেতে বারণ করেন এবং যারা তার এই নিয়ম উলঙ্ঘন করবে তাদের মৃত্যুদন্ড দেওয়ার হুকুম জারি করেন | এই সব কথা গুলো শুনতে শুনতে অভিরূপ এর মুখ গম্ভীর হয়ে গেল |নিতিন আরও বলে চললো তারপর খবর পাওয়া ...Read More

7

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 7

অভিরূপ যখন গেস্ট হাউসে পৌঁছালো তখন গেস্ট হাউসটা পুরো গাঢ় অন্ধকারে ঢাকা | অভিরূপের মাথার উপর দিয়ে কয়েকটি রাতচরা উড়ে গেল | আজকে অভিরূপ এর এই গেস্ট হাউস টাকে অন্যদিনের তুলনায় আলাদা রকম লাগছে | অভিরূপ ফোনের টর্চ জ্বালিয়ে গেস্ট হাউসের সদর দরজা খুলে ভিতর ঢুকলো | ভিতরে ঢুকে অভিরূপ মায়াকে ডাকল , মায়া ...... মায়া ...... মায়া ..... |অভিরূপ মায়া কে বার তিনেক ডাকলো কিন্তু মায়ার কোনো সাড়া পেলো না | অভিরূপ গেস্ট হাউস এর আলোটা জ্বালাতে যাবে এমন সময়ে দোতলার ঘর থেকে একটা মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পেল। অভিরূপ সিঁড়ি দিয়ে দোতলার উঠে গেল | দোতলার একটা ...Read More

8

দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 8

দেখতে দেখতে সেই ফাটল গুলো বিরাট আকার ধারণ করল | এবার ঘরের মাঝ বরাবর ফাটাল ধরতে শুরু করলো | প্রানপনে গেস্ট হাউস এর সদর দরজা খোলার চেষ্টা করছে | এমন সময় অভিরূপ মায়া র একটা প্রচন্ড হাড় হিম করা চিৎকার শুনতে পেলো | অভিরূপ পিছন ফিরে দেখল ঘরের ভেতরের বাতাসের চাপে মায়ার শরীর টা দুমড়ে-মুচড়ে শত খন্ডে বিভক্ত হয়ে গেল বাতাসে মিলিয়ে গেল | অভিরূপ এই সব মন্ত্র মুগ্ধ এর মতো দেখছিল হঠাৎ তার সামনে গেস্ট হাউসের ছাদটা ভেঙে মেঝেতে পড়ল | অভিরূপ ভয়ে প্রায় আঁতকে উঠল | অভিরূপ আবার প্রাণপণে গেস্ট হাউসের সদর দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু ...Read More