কবিতামঞ্জরী - কবির কবিতাগুচ্ছ

  • 1.5k
  • 597

শ্রেষ্ঠ প্রাণী অশোক ঘোষ   ধরণীর মাঝে যত প্রাণী আছে সবা হতে আমি শ্রেষ্ঠ, আমি আপনার মেধায় আপনি মোহিত চাপড়াই মম পৃষ্ঠ। আমি ছাড়া আর অবনীর বুকে বিচরিছে যত প্রাণী, নিকৃষ্ঠ তারা জ্ঞান-বোধহীন ইতর বলিয়া মানি। আমি নানা নামেতে ঈশ্বর আর ধর্ম করিয়া সৃজন, হিংসা-দ্বেষ ঘৃণা ছড়ায়েছি আমি করেছি আমার বিভাজন। লোতে ভরপুর আমার চিত্ত বাসনার সীমা নাই, ধরিত্রীর বক্ষে যা হেরি চক্ষে সকলই আমার চাই। বিষাই আমি বারি সমীরণ, ধরণীকে করি দীর্ণ, করি আপন মেধার অপব্যবহার বাসনা করিতে পূর্ণ। নিদারুণ তাপে যে তরুছায়া মোরে সদা করে