রোমন্থন - এক ক্লান্তিহীন যাযাবরের জীবনালেখ্য

  • 4.9k
  • 1
  • 1k

রোমন্থন এক ক্লান্তিহীন যাযাবরের জীবনালেখ্য   অবতরণিকা কোনো বিষয় নিয়ে নাতিক্ষুদ্র কিছু লেখার তাগিদ গভীরভাবে অনুভব করলে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায় ঘটনাক্রম মনের মণিকোঠায় সাজিয়ে নিতে আর কোথা থেকে শুরু করবো এই ভাবনায়। বিশেষ করে, বিষয়টি যখন হয় আত্মকথন, যার অধিকাংশ জুড়ে আছে চিরদুঃখিনী অবর্ণনীয় সহনশীলা ও সকলের মঙ্গলাকাঙ্ক্ষী এক মায়ের চরম আত্মত্যাগের কথা, তখন প্রতি পদে ছিন্ন হতে থাকে ভাবনার সূত্র। চিরকাল পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষ থাকে, যারা তাদের পরিবারের অতীত সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং তাদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিকট থেকে পূর্বপুরুষদের জীবনযাত্রা ও উল্লেখযোগ্য ঘটনাবলি সম্পর্কে অবহিত হয়ে থাকে। আমার প্রাণাধিক প্রিয়