অভিশপ্ত পুতুল - পর্ব 2

  • 8.3k
  • 5k

এই পুতুল টা কোথায় পেয়েছো তোমরা?? নিশ্চই কোনো মৃত ব্যক্তির কাছ থেকে নিয়েছ। তান্ত্রিক এর কথা শুনে আমি তো অবাক। আমি যে লতার কাছে থেকে নিয়েছি পুতুলটা সেটা তান্ত্রিক কিভাবে জানলেন । আমি থতমত করে সব সত্যি বলে দিলাম, আমার কথা শুনে তান্ত্রিক বলল যে এই পুতুল এ নাকি কারো আত্মা রয়েছে । আর সেই জন্যই লতার মৃত্যু হয়েছে ।আমি অনেক টা ভয়ে ভয়ে বললাম যে । আমার তাহলে পুতুল টা নিয়ে আসা ভুল হয়েছে । তান্ত্রিক বলল যে অবশ্যই ভুল হয়েছে । কিন্তু সমস্যা হচ্ছে যে পুতুলটা কারো কাছে একবার আসলে নিজে থেকে যেতে চায় না, কেবল মৃত্যু চায়