প্রিয়তমা শুধু তোমাকে চাই

  • 7.1k
  • 2k

বিয়ের পরে মাস না ঘুরতেই শ্যামাকে বরের সঙ্গে চলে যেতে হলো বরের কর্মস্থলে। শ্যামা... মানে শ্যামশ্রী। কালীপুজোর রাতে জন্ম বলে ঠাকুরদা-ঠাকুমা আদর করে শ্যামামা বলে ডাকতেন। পরে স্কুলে ভর্তির সময় বাবা পোশাকি নামটা নিজেই দিয়ে দেন শ্যামশ্রী। আধা-মফস্বলের মেয়ে হলেও বাবার চাকরির সুবাদে গোটাটা পশ্চিমবঙ্গই চষে ফেলা শ্যামার। বারবার স্কুল বদল হওয়ায় লেখাপড়ার ক্ষতি হচ্ছিলো বলে স্কুলের উঁচু ক্লাসে উঠতেই শ্যামাকে কলকাতার স্কুলে ভর্তি করে শ্যামার মেজোপিসিমার বাড়িতে রাখা হলো। পিসেমশাই মারা যাবার পরে একলাই থাকতেন নিঃসন্তান মেজোপিসিমা। শ্যামা আসাতে আঁকড়ে ধরলেন শ্যামাকে। বুক দিয়ে আগলে রাখতেন। সর্বক্ষণ চোখেচোখে। তবে প্রেম ব্যাপারটা ভারি বেয়াড়া গোছের। ওসব পাহারাদারির গরাদ হোক, কিম্বা