অভিশপ্ত পুতুল - পর্ব 1

  • 31.8k
  • 1
  • 11.8k

আমার বান্ধবী লতা মারা যাওয়ার আগে আমি তার টেবিলে একটা পুতুল পড়ে থাকতে দেখি । পুতুল টা ছিল অনেক কিউট তাই আমি কাউকে না বলেই সেটা নিজের ব্যাগ এ নিয়ে রেখে দিয়েছিলাম,লতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে । দেখতে ও ছিল অনেক সুন্দরী, পড়াশোনাতেও ছিল বেশ ভালো। কিন্তু কিভাবে যেনো সব কিছু শেষ হয়ে গেলো ।লতা মারা যাওয়ার আগে স্কুল এ আমাকে প্রায় বলতো যে সে নাকি বাঁচবে না । আর তার চোখের নিচে কালো দাগ পড়ে আছে এমন যেনো সে অনেক দিন না ঘুমিয়ে কাটিয়েছে ।আমি অবশ্য তাকে ইয়ার্কি করে বলতাম কিরে এত রাত জেগে পড়াশোনা করে কি লাভ।