অনুপ্রেরণা

  • 4.6k
  • 2.1k

বৃহস্পতিবার রাত্রে (১৫/২/২৪) দমদমে বিয়েবাড়ী থেকে ফেরার সময় Ola করলাম। দমদম থেকে উত্তরপাড়া আসতে আধঘন্টা সময় লাগে । আমরা গাড়ীতে বসে নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত ছিলাম। যখন উত্তরপাড়ায় গাড়ীটা ঢুকল, তখন আমার কর্তা ড্রাইভার ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলেন " গাড়ীটা কোথাকার? 'উত্তরে ড্রাইভার সাহেব জানালেন " শিয়ালদা " । তারপরে আবার যখন তাঁকে জিজ্ঞেস করা হল " দিনে কতবার ট্রিপ করতে হয়? " উনি বললেন " আট থেকে দশটা। কিন্তু আমি মাসে একদিনই গাড়ী চালাই। " আমি ভীষণ অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম " কেন?" উনি তখন বললেন " আপনি Google এ গিয়ে Ola Uber driver Ashoke Kumar Singh type