তুমি রবে নীরবে - 1

  • 21.9k
  • 7.3k

কলকাতার মতন এক জন বহুল শহরে দুটো মানুষের ভালোবাসা সেটা অসম্ভব কিছু না । কিন্তু সেটা টিকিয়ে রাখাই যে দায় বহুল হয়ে পরে ।আমাদের গল্পের নায়ক অনুরাগ বসাক একজন নামকরা বিসনেস ম্যান । কিন্তু ভদ্রতা বলে তার মধ্যে কোনো জিনিস নেই ।ওই মানুষকে মানুষ বলে মানে না।আর আমাদের গল্পের নায়িকা ইশানি সেনগুপ্ত ।আবার তার ঠিক উল্টো লোককে সাহায্য করতে পছন্দ করে ।দুজনই বিপরীত প্রকৃতির মানুষ তারা কি পারবে একে অপরকে ভালোবাসতে !!!ঈশানি আজ সকলে তারাতারি উঠে রেডি হয়ে নেয় একজন বাচ্চাকে গান শেখাতে যাবে বলে ।সে একটা ফ্ল্যাটে একাই থাকে ।বাবা থাকে তার দেশের বাড়ি ।বলতে গেলে কাজের সূত্রেই তার