বউল বাতাস - 5

  • 3.3k
  • 1.3k

পান পাতার গানতোমার ঘরে ক্যান্ডেল লাইট ডিনার আমার ঘরে শ্মশানের চিতা দাউ দাউ কাদা পায়ে হাটু জলে এক আঁজলা গঙ্গাজল ছাই ঘেঁটে খুঁজে বেড়াই অচেনা নাভি টুকরো টুকরো পুরোনো স্মৃতি হাতড়াই প্রতিশ্রুতির আংটি বা জুড়ি হারানো কানের দুল চাপ চাপ অন্ধকার বটপাতার কোলে বাঁধ ভাঙা হাসি আর খোলা চুলে লুটিয়ে পরে রাত বৈশাখী ঝড়ে শান্তি আনে শ্রাবনের এক ঝলক বৃষ্টি ঝাপসা আকাশে কাতর ডাকে -সাথীকে খুঁজে ফেরে রাতচরা কোনো পাখি অধরা থেকে যায় স্বপ্ন অনেকতবু একদিন, সব কিছুর অবসান নিশ্চিত।কাঠচাঁপার ডালে মানুষের শরীরের পচা গন্ধ চিৎকার করে খিস্তি দিতে ইচ্ছে করে মৃত্যুকে আরও একটু বাঁচার জন্য কত আয়োজন গোপনে রাত্রিতে