বজ্রপাত

  • 12.1k
  • 2
  • 4.8k

মাস্টারমশাই মাস্টারমশাই....ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁফাতে থাকে শুভম।সবাই বলে স্কুল মাস্টারী নাকী সবথেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি, হাড়ে হাড়ে টের পাচ্ছেন হারাধনবাবু। ইউনিট টেষ্ট, মিডডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল; সবসময়েই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে শুভম এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হল।হেডস্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হারাধনবাবু তাঁর রাগী গম্ভীর গলাতে শুভম কে বললেন!হারাধনবাবু - কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি! এমন ছুটতে ছুটতে আসার কি হলো?তখনও হাঁফাচ্ছে শুভম। দুটো ঢোক গিলে মুখ কাঁচুমাচু করে বলে,শুভম