স্বামীর অধিকার - 3

  • 12.3k
  • 1
  • 6.7k

আমি পিছন ফিরে তাকিয়ে দেখি রিমির হাতে লাঠি! শেষ পর্যন্ত বউয়ের হাতে লাঠির মার খেতে হবে? না না সমাজ এটা মেনে নিবেনা।আমি - আচ্ছা জানু তোমার সাদা শাড়ি পড়তে কেমন লাগে? রিমি - বাজে একদম বাজে।আমি - তাহলে হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো!রিমি - ওহহহ হ্যাঁ তাইতো আমি ভুলে গেছিকি করতে হবে বলুন?আমি - এতোদূরে থাকলে কিভাবে কি বলবো? কাছে আসো! রিমি কাছে আসলো।আমি - দেখতো সোনা লবণটা ঠিকমত হলো কিনা?রিমি - হুমমমমম এক্কেবারে মনের মত।আমি - এই এই পাগলী তোমার নাকে কালি আসলো কোথেকে?রিমি - কই নাতো আমিতো মুখে হাত-ই লাগাইনি! কি বলছেন আপনি এসব।আমি - দেখ