8 ৮ যোগমায়া বললেন, "মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ?" "ঠিক বুঝেছি মা।" "অমিত ভারি চঞ্চল, সে কথা মানি। সেইজন্যেই ওকে এত স্নেহ করি। দেখো-না, ও কেমনতরো এলোমেলো। হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়।" লাবণ্য একটু হেসে বললে, "ওঁকে সবই যদি ধরে রাখতেই হত, হাত থেকে সবই যদি খসে খসে না পড়ত, তা হলেই ওঁর ঘটত বিপদ। ওঁর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে এটা ওঁর ধাতের সঙ্গে মেলে না।" "সত্যি করে বলি বাছা, ওর ছেলেমানুষি আমার ভারি ভালো লাগে।" "সেটা হল মায়ের ধর্ম। ছেলেমানুষিতে দায় যত-কিছু সব