শেষের কবিতা - 7

  • 3.5k
  • 2.1k

7 ৭ অমিত যোগমায়ার কাছে এসে বললে, "মাসিমা, ঘটকালি করতে এলেম। বিদায়ের বেলা কৃপণতা করবেন না।" "পছন্দ হলে তবে তো। আগে নাম-ধাম-বিবরণটা বলো।" অমিত বললে, "নাম নিয়ে পাত্রটির দাম নয়।" "তা হলে ঘটক-বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি।" "অন্যায় কথা বললেন। নাম যার বড়ো তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। ঘরের মন-রক্ষার চেয়ে বাইরে মান-রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রী ভাগে, পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্পবিবাহ, বহুবিবাহের মতোই গর্হিত।" "আচ্ছা, নামটা নাহয় খাটো হল, রূপটা?" "বলতে ইচ্ছে করি নে, পাছে অত্যুক্তি করে বসি।" "অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে?"