সৃষ্টি

  • 5.9k
  • 1
  • 2k

।। বিজ্ঞান তত্ত্ব ।।----------------------------------------------------------------------------------------------------------------------------------------------আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কোথার থেকে, বিজ্ঞানীরা আজও কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম থিওরি দিয়েছে কিন্তু প্রমান আজও করতে পারেনি। এদের মধ্যে উল্লেখ যোগ্য থিওরি 'বিগ ব্যাং থিওরি'। জর্জেস লিমায়ত্রে এই থিওরি প্রথম দিয়েছিল ১৯২৭ সালে। অ্যালবার্ট আইনস্টাইন এর থিওরি অফ রিলেটিভিটি E = mc2 সমীকরণ দ্বারা এক খ্রিস্টান চার্চের পাদরি যার নাম ছিল জর্জেস লিমায়ত্রে বলেছিলেন আমদের বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের সাথে সাথে প্রসারিত হচ্ছে। তিনি সেই সময়ই 'বিগ ব্যাং থিওরি ' কথা বলেন । সেই সময় আইনস্টাইন খুব বড় বিজ্ঞানী ছিলেন, সেই সময় আইনস্টাইন এই পাদরি