পর্ব (১) ( আমি আমার বাবা মায়ের খুনি ) দাজিয়ান এমন এক ধরনের পাখি যে তার পাখা অন্য দাজিয়ানকে শরিকানা করে উড়ে বেড়ায় নিল আকাশের বুকে। নর এবং নই দাজিয়ান এক না হলে তারা উড়তে পারে না। আমার কেন জানি এই পাখির গল্প খুব স্পর্শ করে আজও। ছোট বেলায় দাদির কাছ থেকে দাজিয়ান পাখির গল্প শুনেছিলাম, তখন ছোট আমি আকাশের দিকে তাকিয়ে দাজিয়ান পাখি খুজে বেড়াতাম, যে পাখিই দেখতাম দাজিয়ান দাজিয়ান বলে চিল্লাতাম। তখন আমি দাদির কোলে, মাত্র কথা বলা শিখেছি। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম সেই পাখির অস্তিত্ব নেই। আমরা মানুষও সেই কাল্পনিক পাখির মতো