কালের কুরঙ্গী

  • 6.5k
  • 2.1k

রাত্রের ঘন মেঘে কালো হয়ে আসা আকাশের নিচে বন্ধুর পার্বত্য জঙ্গলাকীর্ণ পথ দ্রুত পার হয়ে ছুটে চলছিল এক অশ্ব। বনানীর ঘোর অন্ধকার থেকে বেরিয়ে আসতে আবছা ভাবে দেখা গেল, তাতে এক আরোহী ও আছেন। উষ্ণীষ এর কাপড়ে মুখ ঢাকা। বনপথ থেকে বেরিয়ে সে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিলো নদীর দিকে। যেতে যেতে একবার পিছন ফিরে কি যেন দেখলো সে। দেখা গেল না কিছু। এতক্ষনে অশ্বের বেগ কমাতে লাগাম টেনে ধরলো সে। ঘোড়াখানি থামতে সে নেমে এলো। একটু এগিয়ে দেখতে পেল নদী। এতক্ষনে মুখ থেকে কাপড় সরল ।নদীর পাড়ে বসে আঁজলা ভরে জল খেলো সে। তৃষ্ণা নিবারণ করে উঠে দাঁড়াতেই শরীর আর