আমারো পরান যাহা চায়

  • 10.5k
  • 3.9k

নারীচরিত্র বোঝা নাকি ভগবানের ও অসাধ্য। তা কথাখানি সঠিক বটে। এর বহু পরীক্ষিত প্রমাণ বড় বড় কবিসাহিত্যিক রাই দিয়ে গেছেন। তা ভালোবাসার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হয় কেন? একটু ভিন্ন স্বাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে আজকের এই গল্প।।                                                  " এই যে এলেন, আমার রানিমা , রাজকার্য টি সেরে। তা দেরি হবে বলে দিলে তো হয়, তোমার জন্য তো ভাত বেড়ে হাঁ করে বসে থাকতে হয়না।" খানিক টা চেঁচিয়েই বললেন নীলিমা। রাত 10.30 এর সময় হাসপাতাল থেকে ফিরে