ছোটো মালকিন - 1

  • 13.7k
  • 6.7k

প্রিয় পাঠক - গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন.. তাহলে দ্বিতীয় পর্ব লিখবো ...লেখক....... বেশ কয়েক মাস হল আমি এই শহরে এসেছি। একটা ছোট কোম্পানির বড় ম্যানেজার আমি। বড় ম্যানেজার মানে আর কিছুই না, মানে কোম্পানির মালিকের পরে এই ব্যবসাটা আমারই দায়িত্বে । একটা গালভরা নামও আছে আমার পদের - জেনারেল ম্যানেজার। আসলে মালিক মানে মিস্টার আগরওয়ালের আসল ব্যবসা কাপড়ের। বেশ বড় কারবার, অনেক দিনের। তা উনি একটু অন্য কিছুর ব্যবসায় invest করার প্ল্যান করছিলেন। আর সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয়।