দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 2

  • 19.2k
  • 9.8k

অভিরূপ হোটেলের একটা নিরিবিলি ও ঠান্ডা জায়গায় গিয়ে বসলো | তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে ধরালো | সিগারেট খেতে খেতে অভিরুপ দেখলো দুরের একটি গাছ তলায় একজন সাধু বসে আছে | সাধুটা একভাবে অভিরুপের দিকেই তাকিয়ে আছে | প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে তাই হয়তো তাকে দেখছে | কিন্তু না সাধুটার অনেকক্ষণ ধরে এই একভাবে তাকিয়ে থাকা এবার অভিরূপের একেবারেই ভালো লাগছে না | মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তি সৃষ্টি হচ্ছে | অভিরূপ আর থাকতে পারলো না এবং এগিয়ে গিয়ে অভিরূপ সাধুটাকে একটু ধমক দিয়েই বলল , কি