দ্যা হাউস অফ ডেভিল স্পিরিট - 1

  • 40.4k
  • 1
  • 14.7k

অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদমই ভালো ছিলো না | অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালবাসত | বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়ত | ও যখন অষ্টম শ্রেণীতে পড়ত তখন ওর প্রথম লেখা ছোটগল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল | তারপর অভিরূপ যখন কলেজে পড়ত তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল | অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিলো | ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো | আর ... এই ভাবেই অভিরুপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো | এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক | ওর লেখা