পাঞ্জাবি বাড়িউলি - 1

  • 9.4k
  • 1
  • 3.8k

সিমরানের হাঁসি বন্ধ হয়না । বলছে, "আরে দাঁড়ান আমি এবার দেখি, আপনাকে আমার কোলে কেমন দেখাচ্ছে । "বলে আমায় কোলে নিয়ে এগিয়ে গেলো ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে। আয়নায় দেখে বলছে, " আরে দেখুন দেখুন , আপনাকে তো আমার কোলে একদম বাচ্ছা ছেলের মতন লাগছে ।" বলে , একবার সামনে হয়ে, একবার পাস ফিরে আমায় কোলে তুলে ঘুরে ঘুরে আয়নায় দেখছে। আর হেঁসে গড়িয়ে পড়ছে । আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। একজন মধ্যবয়সী ভদ্রমহিলা আমার মত প্রাপ্তবয়স্ক পুরুষকে কোলে তুলে নিয়ে, আয়নার সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখছে...