জলের ওপারে - 7

  • 6.7k
  • 2.5k

সাত   সানা ও সিলভা দুজনেই খুব উত্সাহী ছিল। তাদের মন তাদের বয়সের চেয়ে এগিয়ে ছিল। তবে পড়ার চেয়েও বেশী তাদের ইচ্ছা ছিল, বিশ্বকে দেখা। যখনই তারা ঘোরাঘুরি করার সুযোগ পায়, ছাড়ে না। দুজনেরই প্রথম পছন্দ ছিল জল। নদী, সমুদ্র, পুকুর এবং হ্রদ তাদের প্রিয় জায়গা। গত শনিবার এশিয়া থেকে আসা পপ-স্টারের লাইভ শো দেখার পর থেকে তাদেরকে বেশ কয়েকবার চাপা স্বরে গান করতে শোনা গিয়েছিল। “কখনও পাথরে জল, কখনও মাটিতে জল... কখনও আকাশে জল, কখনও পৃথিবীতে জল... দুরে পৃথিবীর তলদেশে, একটু তৃষ্ণা লুকিয়ে আছে, সবার নজর বাঁচিয়ে জল সেখানেই যায়..” সত্যিই জলের অস্থিরতাও অদ্ভুত,  নৌকা এতে সাঁতার কাটে, এতে