জলের ওপারে - 6

  • 7.7k
  • 2.4k

অধ্যায় 6 এটি একটি পরিবর্তিত ঋতু ছিল। খুব শীত ছিল। বফেলোর তাপমাত্রা শূন্যের নীচে চলে গেছে,  ঠিক তেমনই,  যেমন ভারতের ধাপকুয়োয় গ্রামবাসীরা জল আনতে বাঁকা সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নীচে নেমে যায়। পৃথিবীর গর্ভে যত পা ধসে যাচ্ছে শীতলতা বাড়তে থাকে। নদী-হ্রদ সেখানে বরফের আবরণে আবৃত ছিল। বরফের মার্জিত শুভ্রতা, সবুজ পাতার সুর ফিকে করে দিয়েছে। গাছ অনেক রূপ ধারণ করেছে। আকাশ জল নয়, বরফ দিয়ে পৃথিবীর সেবা করছিল। রাস্তায় খুব কম যাযাবর ছিল। সাহসী পর্যটকরা ঘুরে বেড়াচ্ছিলেন। রাতের খাবার শেষে, কিন্জান এবং পেরিনা ডেলাকে তার ঘরে পাঠিয়ে একটি ছোট কাগজের ব্যাগ নিয়ে বিছানায় বসে। এই ব্যাগে বিভিন্ন ধরণের পান্না ছিল। এই পান্না পেরিনার খুব প্রিয়।