নয়ন যে ধন্য - 2

  • 7.8k
  • 2.8k

নয়ন যে ধন্য লেখক নরেন্দ্র মোদী (2) _______________________________________ অনুবাদ মল্লিকা মুখার্জী _______________________________________ 14 এমন মানুষ যেথায় বলা উচিত সেথায় থাকে চুপ আবার বলে যখন উচিত কথা বলেনা, এমন মানুষকে কখনও গুরুত্ব দিও না। আওয়াজের নয়ন খোলো, উচিত কথা বলো। নিগূঢ নীরবতার আড়ম্বরকে দাহন করো, কখনও স্তাবকতাকে পোষণ কোরো না। কারুর নিন্দা শুনে চুপ থাকাই কিন্তু পাপ, সত্য বলে, স্বীকার করে তার সকল অপরাধ মাফ। বাতাসে বৃক্ষের মহিমা মত্ত হয়ে দুলে, অনাদি কাল থেকে নিসর্গ কিন্তু সত্য কথাই বলে! 15 উৎসব ঘুড়ি.... আমার উর্ধ্বগতির উৎসব, আমার সূর্যের দিকে প্রস্থান!