কায়া হীন ছায়া - প্রথম দেখা

  • 17.4k
  • 3.9k

তখন গহলা পুকুরে পাশ চলছে। সারাদিন অনেকে পুকুরের পাড়ে থাকলেও সন্ধ্যার পর থেকেই লোকজন কমতে থাকে। আর একটু রাত বাড়লেই বুঝতে পারা যায় শ্মশানের নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে পাশের রাস্তা দিয়ে হুশ হুশ করে গাড়ি ছুটে যায়। তখন সবে সন্ধ্যে হয় হয়। রাজু সবকটা সুইচকে অন করে দিয়ে মাদলের থেকে দেশলাই চায়। সেটি নিয়ে ও এখন সন্ধ্যাবাতি দিতে যাবে। এটি এখন শুধু পাস চলছে বলে নয়, অনেক ছোট থেকেই রাজু গহলা পুকুর শ্মশানে সন্ধ্যাবাতি দেয়। আজও এর ব্যতিক্রম হয় না। প্রথমে একটা গামছা পড়ে পুকুরে স্নান করে নেয়। তারপর শরীর থেকে শুদ্ধ হয়ে ভিজে কাপড়ে চারিদিকে বাতি জ্বেলে দেয় ও ধূপ দেয়।