নাস্তিক

(16)
  • 32.3k
  • 2
  • 10.9k

কয়েকটি ট্রেশন পর এক ভদ্রলোক আমার কামরায় উঠলেন। তিনি আমার ঠিক উলটো দিকের সিটে বসে পড়লেন। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 70 পেরিয়ে গেছে, ছিমছাম চেহারা আর গোটা গাল জুরে সাদা লম্বা দাড়ি। সেই ভদ্রলোক নিজে থেকেই আমার সাথে আলাপ পরিচয় করতে শুরু করলেন। আমি একজন নাস্তিক। আমার মুখে এই কথা শুনে ভদ্রলোক তার জীবনে ঘটে যাওয়া এক চরম ঘটনার গল্প বলতে শুরু করলেন যা শুনে আমার সারা শরীর শিউরে উঠলো।