দুটাকা পঁয়ষট্টি পয়সা - 2

  • 12.6k
  • 2.3k

স্কুলে পড়ানোর সাথে সেনশাসের কাজ করার জন্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা ঘটনা স্বাভাবিক নিয়মেই সামনে চলে আসে। তাদের মধ্যে থেকে বাছা বাছা কতকগুলি ঘটনা, যা মাঝে মাঝেই চলমান পৃথিবীকে থমকে দেয়। সেখান থেকেই সামান্য অংশ তুলে ধরার চেষ্টা করছি মাত্র। একজন মানুষের কাছে তার বেঁচে থাকার উদ্দেশ্য যে কি হতে পারে, তা গল্পটি থেকে সহজেই অনুমান করা যায়। কোন কিছু না থাকলেও, শুধুমাত্র উদ্দেশ্য নিয়েই বেঁচে থাকা যায়। শুধু তাই নয়, মৃত্যুর পরেও যা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। গল্পটি তিনটি এপিসোডে ভেঙে ই-বুক তৈরী করা হয়েছে। এখানে দ্বিতীয় এপিসোড আছে। আশা করি গল্পটি ভালো লাগবে।