বিপিনদের বৈঠকখানা

  • 24.1k
  • 2
  • 6.4k

গোলাপ সব সময়ই সুন্দর। কিন্তু প্রাকৃতিক নিয়মেই তার সৌন্দর্য শুধু একটি স্মৃতি হয়ে রয়ে যায়। তার কাঁটাগুলো মাঝে মাঝে কষ্টের সাথে ভালো লাগা বয়ে নিয়ে আসে। অনেক পুরানো কথা মনে করিয়ে দেয়। যেগুলোর সাথে হয়তো বর্তমানের সম্পর্ক কবেই ছিন্ন হয়ে গেছে। আর সেই ছিন্ন সম্পর্কের মাঝে কিছু অনুভূতি থেকে যায়, যা এখনও আমাদের ইতিহাসের দিকে টেনে নিয়ে যায়। এই গল্পটিকে দেখতে পারেন - i) একটি বায়োগ্রাফি হিসাবে। ii) একটি ভূতের গল্প হিসাবে। iii) একটি ছোটগল্প হিসাবে। আশা করি গল্পটি ভালো লাগবে।