ছুটি

  • 42.7k
  • 3
  • 11.9k

সন্ধ্যায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে সমুদ্রের নোনা হাওয়ার সাথে অজস্র জলকণা চোখ মুখ ভড়িয়ে দেয়। তাদের কেউ কেউ চোখে পড়ে চোখ থেকে জল বেড় করে দেয়- তাই সমুদ্র ভালো লাগে। জীবন সমুদ্রে চলমান পথিকের চোখেও অনেক ঘটনার মধ্য থেকে কিছু ঘটনা পড়ে, যেগুলি মনের মধ্যে এমন গভীর দাগ দিয়ে যায় যে সারা জীবনেও আর ভোলা যায় না। এটিকে দেখতে পারেন- I) একটি ভ্রমণকাহিনী হিসাবে। Ii) একটি ভূতের গল্প হিসাবে। Iii) একটি বায়োগ্রাফি হিসাবে। Iv) একটি ছোটগল্প হিসাবে। আশা করি গল্পটি আপনাদের মনেও দাগ রেখে যাবে।